জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান স্মরণে সংস্থার সদরদপ্তরে গত বুধবার শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৩৮ সালে ঘানায় জন্মগ্রহণ নেওয়া আনান ১৯৯৬ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব নেন। ১৯৯৭ সালের ১ জানুয়ারি থেকে ২০০৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। গত ১৮ আগস্ট ৮০ বছর বয়সে সুইজারল্যান্ডে মৃত্যুবরণ করেন কফি আনান।