ক্যানসার আক্রান্ত মেয়ের সঙ্গে বাবার নাচ

0

বয়স মাত্র দুই বছর, অথচ এই বয়সেই ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করছে ফোনিক্স৷ বাবার সঙ্গে ছোট্ট এই শিশুর এক নাচের ভিডিও ভাইরাল হয়ে গেছে৷

ঘটনা আটলান্টার এক ক্যানসার হাসপাতালের৷ ফোনিক্সের চিকিৎসা চলছে সেখানে৷ কেমোথেরাপির প্রথম রাউন্ডের শেষদিন ছিল সেদিন৷ তাই বাবা ব্রেট থম্পসন তাকে দেখতে যান৷

 

Today on Phee’s last day of chemo on her first round and Daddy came to visit. Little did we know he had some surprises for us. I mean honestly I don’t think I could have picked a better man for my kids. At 2 years old this is hard on her on her family and the people that love her. These little moments make these times not so hard. A nurse came in and was like a volunteer dropped these dresses off I grabbed Pheonix one I TOTALLY believed her but really Brett had brought it. Brett thank you for being just what our children need. Did I mention she really loves her daddy. https://www.gofundme.com/95yght-fighting-for-phoenix#childhoodcancersucks ??????

Christina Thompsonさんの投稿 2018年8月16日木曜日

 

ছোট্ট শিশুটি আগে থেকেই তৈরি ছিল৷ বাবাও নিয়ে এসেছিল তার পছন্দের উপহার সামগ্রী৷ ভিডিওতে দেখা যায়, বাবাকে দেখামাত্র বিছানা থেকে নেমে তার দিকে এগিয়ে যায় ফোনিক্স৷ এরপর কন্যাকে কোলে নিয়ে নাচতে শুরু করেন বাবা৷ সেই সময় হাসপাতাল কক্ষে কেউ একজন মিউজিকও চালু করে দেন৷

বাবা-মেয়ের এই নাচের ভিডিও গত বৃহস্পতিবার ফেসবুকে প্রকাশ করেছেন ক্রিস্টিনা থম্পসন৷ নিজের পরিবার নিয়ে গর্বিত এই নারী তাঁর ফেসবুক পোস্টে স্বামীর প্রশংসায় ছিলেন পঞ্চমুখ৷ তিনি লিখেছেন, ‘‘সত্যি বলছি, আমার মনে হয় না, আমার সন্তানদের জন্য এর চেয়ে ভালো কোনো পুরুষ পেতাম৷”

সূত্র: dw.com

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM