নিরাপদ সড়কের দাবিতে সড়কে শিক্ষার্থীরা

নিরাপদ সড়ক ও শিক্ষার্থী আবরারের নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

- Advertisement -

বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আগের দিন সকালে ওই স্থানেই বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবরার নিহত হন।

- Advertisement -google news follower

বিইউপির শিক্ষার্থীদের সঙ্গে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীরাও এ বিক্ষোভে যোগ দিয়েছে।

শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘জাস্টিস ফর আবরার’- এরকম নানা স্লোগানে সড়কে নিরাপত্তার দাবি জানাচ্ছেন।

- Advertisement -islamibank

বুধবার সকাল থেকেই বসুন্ধরা আবাসিক গেট এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সাড়ে ৯টার দিকে তারা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তাদের বিক্ষোভের ফলে প্রগতি সরণি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় মারা যান বিইউপি ছাত্র আবরার আহমেদ চৌধুরী। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আবরার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আরাফাত আহমেদের বড় ছেলে।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM