মাছে ভেজাল দিলে ২ বছরের কারাদণ্ড

মাছে ভেজাল দিলে দুই বছরের কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন আসছে। আইনটি কার্যকর করতে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিলটি অনুমোদন করেছে মন্ত্রী পরিষদ। এর আওতায় মাছ ও মাছজাত পণ্যে ভেজাল বা প্রস্তাবিত আইন অনুযায়ী অন্য কোনো অপরাধের শাস্তি বাড়িয়ে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে।

- Advertisement -

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

- Advertisement -google news follower

বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “বিলের ২০ ধারা অনুযায়ী, আদালত আসন্ন আইন ও এর বিধানের আওতায় অপরাধের জন্য যে কাউকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বাধিক পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দিতে পারবে।”

বর্তমানে কার্যকর থাকা মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী শাস্তি সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা, জানান সচিব।

জয়নিউজ/অভিজিৎ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM