অপরূপ সাজে বদলে গেছে পতেঙ্গা সমুদ্রসৈকত। এখন পতেঙ্গা সৈকত এলে মনে হয় যেন সাংহাই সিটিতে আছি- এমনই মত চীন ঘুরে আসা পর্যটকদের। তবে সাংহাই সিটিতে যে সচেতনতা রয়েছে এর অভাব রয়েছে এখানে। তাইতো রেলিংয়ের ওপর বসতে নিষেধ করা হলেও তা মানছেন না অনেকেই। ছবি: বাচ্চু বড়ুয়া