ত্যাগের মহিমায় শান্তি ও সমৃদ্ধি কামনা

ত্যাগ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে নগরের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। গুড়িগুড়ি বৃষ্টি মাথায় নিয়ে মুসল্লিরা ঈদ জামাতে অংশ নেন।

- Advertisement -

বুধবার (২২ আগস্ট) সকাল ৭ টা ৪৫ মিনিটে ঈদুল আজাহার প্রথম জামাতে ইমামতি করেন খতিব হযরত আল্লামা আলহাজ্ব সৈয়দ আবু তালেব মো. আলাউদ্দিন আল কাদেরী। ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত ঈদের দ্বিতীয় জামাতে ইমামতি করেন হফেজ মাওলানা আহদুল হক।

- Advertisement -google news follower

চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে এই ঈদ জামাতে অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী-শিল্পপতি সহ নগরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নামাজ আদায় শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করেন।

ত্যাগের মহিমায় শান্তি ও সমৃদ্ধি কামনা

- Advertisement -islamibank

নামাজের আগে খুতবায় খতিব সৈয়দ আবু তালেব মো. আলাউদ্দিন আল কাদেরী বলেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় মুসলিম উম্মার ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। আর সেই লক্ষ্যে সবাইকে আত্মশুদ্ধি এবং ত্যাগের মানসিকতা নিয়ে পথ চলতে হবে। এই সময় তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) নির্দেশিত পথে জবীন পরিচালনার কথা বলেন। তিনি মুসল্লিদের হযরত ইব্রাহীম (আ.) এর কোরবানির মহান ত্যাগের কথা স্মরণ করিয়ে দেন।

ঈদের নামাজ শেষে দেশের শান্তি ও অগ্রগতি, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ত্যাগের মহিমায় শান্তি ও সমৃদ্ধি কামনা

জমিয়তুল ফালাহ মসজিদে নামাজ আদায় করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চসিকের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চসিকের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সভাপতি ডা. শাহদাত হোসেন, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠসহ আরও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী-শিল্পপতি ও সাধারণ মুসল্লিরা।

এ ছাড়াও সিটি কর্পোরেশন পরিচালিত মসজিদ, বাকলিয়া সিটি কর্পোরেশন স্টেডিয়াম, লালদিঘি সিটি কর্পোরেশন জামে মসজিদসহ ৪১টি ওয়ার্ডে ১৬৫টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ আদায়ের পরপরই নগরীর বিভিন্ন অলিগলি, রাস্তায় মাঠে, বাসাবাড়ির সামনে কোরবানি শুরু হয়েছে। কোরবানির বর্জ্য অপসারণে সকাল থেকে প্রস্তুত দেখা গেছে সিটি কর্পোরেশনের সেবক ও গাড়ি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM