আকর্ষণীয় রঙ এবং রসালো মিষ্টি স্বাদের তরমুজের ৯২ শতাংশই পানি। গ্রীষ্মের খরতাপে সতেজ থাকতে তরমুজের ভূমিকা তাই অতুলনীয়। শিলাবৃষ্টির কারণে এবার তরমুজের ফলন কম। তাই একটু দেরিতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে তরমুজ আসছে নগরের ফিরিঙ্গিবাজার ও ফলমন্ডী ফলের আড়তগুলোতে প্রতিদিন। তবে সরবরাহের চেয়ে চাহিদা বেশি থাকায় দাম একটু বেশি। ছবি: বাচ্চু বড়ুয়া