নগরে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

0

নগরের বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে ৫ হাজার ৯০০ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদের মধ্যে দুজন রোহিঙ্গা।

শনিবার (১৬ মার্চ) ভোরে নগরের শাহ আমনত সেতু, সিনেমা প্যালেস ও রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন ঢাকার মোহাম্মদপুরের রহুল আমিন (৫৫), কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের মাজেদ (২০) ও জিন্নাহ (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপ-পরিচালক (মেট্রো) শামীম আহমেদ জয়নিউজকে বলেন, শাহ আমনত সেতু এলাকায় কক্সবাজার থেকে আসা সৌদিয়া পরিবহনে তল্লাশি চালিয়ে রহুল আমিনকে ১ হাজার ৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া মাজেদকে ২ হাজার ইয়াবাসহ নগরের সিনেমা প্যালেস ও জিন্নাহকে ২ হাজার ৫০০ ইয়াবাসহ পুরাতন রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/শহীদ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM