হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

0

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন ব্যবসায়ী মো. রুবেল (২৮)। শনিবার (১৬ মার্চ) দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী বাসস্টেশনে আধুনিক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ স্থানীয় জনতার সহযোগিতায় ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

নিহত রুবেল হাটহাজারী পৌরসভা এলাকার পূর্ব দেওয়ান নগর ৩নং ওয়ার্ডের নূর আলম সওদাগর বাড়ির মো. আব্দুল খালেকের ছেলে।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্লা মো. জাহাঙ্গীর কবির বলেন, রুবেল মোটরসাইকেল (চট্টমেট্রো ল ১৪-৯৭৯৮) চালিয়ে বাড়ি ফেরার সময় চট্টগ্রাম শহরমুখী একটি মালবাহী ট্রাকের (চট্টগ্রাম ন-২৫৫৯) পেছনে সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য নিহতের পরিবারের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে।

অনুমতি সাপেক্ষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জয়নিউজ/তালেব/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM