গ্যাসের দাম ৮০ ভাগ বাড়াতে চূড়ান্ত প্রস্তাব

গৃহস্থালির গ্যাসের দাম ৮০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে গণশুনানিতে নতুন দাম নির্ধারণের এ প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি।

- Advertisement -

আইন অনুযায়ী, শুনানি শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার কথা বিইআরসির।

- Advertisement -google news follower

কর্ণফুলী গ্যাস কোম্পানির প্রস্তাবনা অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার তিন টাকা ১৩ পয়সার বদলে, ৯ টাকা ৭৪ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়। সার কারখানায় প্রতি ঘনমিটার গ্যাস দুই টাকা ৭১ পয়সার পরিবর্তে ৮ টাকা ৪৪ পয়সায় বিক্রি করতে চায় কর্ণফুলী।

ক্যাপটিভ পাওয়ার প্লান্টের জন্য গ্যাসের দামও দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। সেক্ষেত্রে বর্তমান ৯ টাকা ৬২ পয়সার পরিবর্তে প্রতি ঘনমিটার গ্যাসের দাম হবে ১৮ টাকা ৪ পয়সা।

- Advertisement -islamibank

এছাড়া শিল্পখাতে ১৩২ শতাংশ, বাণিজ্যিক সংযোগে ৪১ শতাংশ এবং চা বাগানে গ্যাসের দাম ১০৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে গণশুনানিতে। পাশাপাশি বিতরণ চার্জও ২৫ থেকে বাড়িয়ে ৭৭ পয়সা করার প্রস্তাব দিয়েছে কর্ণফুলী গ্যাস।

কর্ণফুলীর প্রস্তাবনা অনুযায়ী, এক চুলায় সাড়ে সাতশ টাকার পরিবর্তে গ্রাহকদের গুণতে হবে এক হাজার ৩৫০ টাকা। আর দুই চুলার ক্ষেত্রে ৮০০ টাকা থেকে বেড়ে হবে এক হাজার ৪৪০ টাকা।

জয়নিউজ/অভিজিত/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM