ঝাঁকে ঝাঁকে জাটকা নিজস্ব প্রতিবেদক 16 March 2019 8:07 am জাটকা সংরক্ষণে আছে আইন। সরকারের তরফে আহরণ নিরুৎসাহিত করতে নিয়মিতভাবে চালানো হয় প্রচারণাও। কিন্তু জাটকাশিকারিদের তা বোঝাবে কে? শনিবার নগরের ফিশারীঘাটে গিয়ে দেখা মিলল এমন চিত্রের। ঠেলাগাড়িভর্তি জাটকা নিয়ে বসে আছেন এক জেলে। ছবি: বাচ্চু বড়ুয়া। 0 শেয়ার 0 শেয়ার