টাঙ্গাইলে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

টাঙ্গাইল প্রেসক্লাবে বঙ্গবন্ধু অডিটোরিয়ামসহ ১২টি প্রকল্পের উদ্বোধন ও ১৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

প্রকল্প উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী কুমুদিনী কমপ্লেক্সে রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

এবার এ পদকে ভূষিত হয়েছেন দেশবরেণ্য ৪ ব্যক্তি। এঁরা হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী (মরণোত্তর), বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (মরণোত্তর), জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও চিত্রশিল্পী শাহাবউদ্দিন।

এছাড়া কুমুদিনী হাসপাতাল, উইমেন্স মেডিকেল কলেজসহ কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন সেবাধর্মী ইউনিট পরিদর্শন করবেন শেখ হাসিনা।

জয়নিউজ/অভিজিত/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM