সচেতনভাবে রাজনীতি করতে হবে: দিপু মনি

0

সব শিক্ষার্থীকে রাজনৈতিক বিষয়ে সচেতন হবার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

তিনি বলেন, ছাত্র রাজনীতির গুরুত্ব আছে। রাজনীতি থেকেই দেশের সকল উন্নতি ঘটে। তাই শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হতে হবে।

বুধবার (১৩ মার্চ) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন,  শিক্ষার্থীদের রাজনীতি করা উচিত। তবে এটা যে দলীয় রাজনীতি হতে হবে এমন কোনো কথা নেই। এ রাজনীতি সচেতনতাই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সবুর খান, ব্যাংককের সিয়াম ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. সমবপর্নচাই মংখোনভানিত,  ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

সমাবর্তনে গ্র্যাজুয়েট ৫৬২৬ পোস্ট গ্র্যাজুয়েট ১১১৫ জন সমবর্তন গ্রহণ করেন।

জয়নিউজ/অভিজিত/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM