ক্রাশ প্রোগ্রামে নগরবাসীর সহযোগিতা চাইলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মাসব্যাপী ক্রাশ প্রোগ্রামে নগরবাসীর সার্বিক সহযোগিতা চেয়েছেন নগরপিতা আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

মঙ্গলবার (১২ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই সহযোগিতা চান।

- Advertisement -google news follower

পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, আমাদের নিজের ঘর যেমন পরিস্কার-পরিচ্ছন্ন রাখি, ঠিক তেমনভাবে আসুন আমরা সবাই মিলে নিজেদের এ শহরকে পরিচ্ছন্ন রাখি।

তিনি বলেন, যদি অবৈধ দখল ও স্থাপনা থেকে নগরকে মুক্ত রাখা যায় তাহলে নগরের জলাবদ্ধতা বহুলাংশে হ্রাস পাবে।

- Advertisement -islamibank

চসিকের মাসব্যাপী ক্রাশ প্রোগ্রামের ২য় দিনে নগরের ৫টি ওয়ার্ডের নালা-নর্দমা থেকে ২২০ টন মাটি উত্তোলন করা হয়েছে।

এর মধ্যে দেওয়ান বাজারে ৩৫ টন, জামালখানে ৩৫ টন, আন্দরকিল্লায় ৫০ টন, উত্তর পতেঙ্গায় ৩০ টন ও দক্ষিণ পতেঙ্গায় ৭০ টন মাটি উত্তোলন করা হয়। চসিকের নিজস্ব জনবল দিয়ে মাসব্যাপী এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

আগামী ১১ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

জয়নিউজ/কাউছার/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM