বেঙ্গল চেম্বারের প্রতিনিধির সঙ্গে উইম্যান চেম্বারের মতবিনিময়

‘বাংলাদেশ বর্তমানে শুধুমাত্র ইলিশ মাছ আর জামদানি শাড়ির দেশ নয়, বাংলাদেশ এখন সব ধরনের পণ্য উৎপাদনকারী দেশ।’

- Advertisement -

মঙ্গলবার (১২ মার্চ) বিকেল ৪টায় হোটেল আগ্রাবাদে দি বেঙ্গল চেম্বারের প্রতিনিধির সঙ্গে চট্টগ্রাম উইম্যান চেম্বারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

সভায় বেঙ্গল চেম্বারের ট্রেড প্রমোশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট কমিটি ও এক্সিবিশন অ্যান্ড ট্রেড ফেয়ার কমিটির সচিব উৎপল রায় একথা বলেন।

তিনি বলেন, সমগ্র ভারতজুড়ে চীনের উৎপাদিত পণ্য প্রায় ৮৯ দশমিক ৮৭ শতাংশ। সেখানে বাংলাদেশের পণ্যের বাজার মাত্র ৭ দশমিক ২৩ শতাংশ। সুতরাং পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতে যাতে বাংলাদেশি পণ্যের চাহিদা আরো বৃদ্ধি পায় সেই লক্ষ্যে বাংলাদেশের ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনগুলোকে আরো কার্যকর ভূমিকা রাখা দরকার।

- Advertisement -islamibank

উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিচালক রেবেকা নাসরিন, নিশাত ইমরান, রোজিনা আক্তার লিপি, মোস্তারী মোর্শেদ স্মৃতি, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট আইভি হাসান ও সদস্য সাবিনা কাইয়ুম।

জয়নিউজ/ফয়সাল/বিশু

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM