হাটহাজারীতে যুবকের কারাদণ্ড

0

হাটহাজারীতে ইয়াবা বিক্রি ও সেবনের দায়ে মো. রুবেল (২৮) নামে এক যুবককে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন এ দণ্ড দেন।

মো. রুবেল উপজেলার ফতেপুর ইউনিয়নের সোনা মিয়া কোম্পানির পুরাতন বাড়ির আবু সুফিয়ান বাবুলের ছেলে।

ইউএনও রুহুল আমিন বলেন, মাদকাসক্ত যুবক রুবেল দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে তাকে। পরে তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন জাহাঙ্গীর জয়নিউজকে বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।

জয়নিউজ/আবুতালেব/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM