একটা সময় ছিল নৌপথে প্রচুর পণ্য আনা-নেওয়া হতো চাক্তাই খাল দিয়ে। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আগের সেই রমরমা অবস্থা এখন আর নেই। তবে সীমিত আকারে হলেও এখনো পণ্য আনা-নেওয়া হয় ঐতিহ্যবাহী এ খাল দিয়ে। সমস্যা হলো- পণ্য বোঝাই করেই কিন্তু বোট চালু করা যায় না, যদি না জোয়ার থাকে। চাক্তাই খালে জোয়ারের প্রতীক্ষায় থাকা পণ্যবোঝাই বোটের ছবি দুটি ক্যামেরাবন্দি করেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া