ডাকসুর সুষ্ঠু ভোটে অভিভূত ভিসি!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠু হয়েছে মন্তব্য করে এ নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের জন্য দৃষ্টান্ত বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

- Advertisement -

সোমবার (১১ মার্চ) দুপুরে ভোটগ্রহণের শেষ পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভিসি এ দাবি করেন।

- Advertisement -google news follower

ড. আখতারুজ্জামান বলেন, উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিয়েছে। তারা শৃঙ্খলা বজায় রেখে ভোট দিয়েছে, এটা বিশ্ববিদ্যালয়ের জন্য দৃষ্টান্ত।

এসময় তিনি আরো বলেন, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধা আমি অভিভূত হয়েছি। আমরা তাদের মাধ্যমে উৎসাহিত হচ্ছি।
২৮ বছর পর অনুষ্ঠিত এ ডাকসু নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বেলা দুইটা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ কার্যক্রম। তবে ঢাবি ক্যাম্পাসে সকাল থেকেই বিভিন্ন হলগুলোতে ভোটে অনিয়মের অভিযোগ ওঠে। এছাড়া অনিয়মের অভিযোগে ছাত্রলীগ ছাড়া প্রায় সব প্যানেলই ভোট বর্জনের ঘোষণা দেয়।

জয়নিউজ/অভিজিত/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM