হাটহাজারীতে ভূমি অফিসে দুই দালাল দণ্ডিত

0

হাটহাজারী উপজেলা ভূমি অফিস থেকে দুই দালালকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদেরকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খিসা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আটককৃতরা হলেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে মো. শফিউল আজম (৪৫) ও একই
গ্রামের মো. আবদুল হাকিমের ছেলে মো. হারুন (৪৭)।

সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খিসা মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য রোধ করতে দুইজনকে আটক করা হয়েছে। তাদের দু’জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

জয়নিউজ/আবু তালেব/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM