পুরাতন খাসখালী খাল খনন শুরু

0

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশে পুরাতন খাসখালী খাল খননকাজ শুরু করা হয়েছে ।

রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ফকিরহাট বাজারের পুর্ব থেকে শুরু হওয়া পুরাতন খাসখালী খাল রাউজান থানা রোড থেকে দাশপাড়া, পালিতপাড়া, শরীফপাড়া, ছিটিয়াপাড়া এলাকার মধ্য দিয়ে গেছে। ময়লা-আর্বজনায় ভরাট হওয়ায় খালে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছিল। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে এসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় সংশ্লিষ্ট এলাকার মানুষকে ।

সোমবার (১১ মার্চ) খননকাজের উদ্বোধন করেন উপজেলা যুবলীগ সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ ।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট দিলিপ কুমার চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি শোয়েব খান, আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ চৌধুরী টিপু, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুবলীগ নেতা সাবের উদ্দিন, ছাত্রলীগ নেতা আসিফ, নাসির উদ্দিন প্রমুখ ।

জয়নিউজ/শফি/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM