মুকেশ আম্বানির ছেলের বিয়েতে একসঙ্গে নাচলেন বলিউডের সেরা তারকারা । এর মধ্যমণি ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন এবং প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে ছিলেন বলিউড অভিনেতা আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। গৌরি খানকে নিয়ে বলিউড কিং শাহরুখ খান, করণ জোহর, নীতা আম্বানিও সমানে নেচেছেন হইহুল্লোড়ে। সেই নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
মুম্বাইয়ের জিয়ো ওয়ার্ল্ড সেন্টারে শনিবার (৯ মার্চ) মধ্যরাতে সাত পাকে বাঁধা পড়লেন আকাশ আম্বানি আর শ্লোকা মেহতা।
Another video of #AishwaryaRaiBachchan and @priyankachopra dancing together at the #AmbaniWeding baraat!
PS I wonder what ash whispered in PCs ear pic.twitter.com/4D7VgG76m4
— Bewitching Bachchans (@TasnimaKTastic) March 9, 2019
১৫০ জন ভারতীয় ও বিদেশি শিল্পী রাসলীলা পারফর্ম করেছেন আকাশের বিয়েতে। হিন্দি গানের সঙ্গে পারফর্ম করেছেন বলি তারকারাও।
অনুষ্ঠানে সন্ধ্যায় সবার আগে হাজির হন বলিউড অভিনেতা আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। এরপর একে একে গৌরি খানকে নিয়ে শাহরুখ খান, মেয়ে সৌন্দর্যকে নিয়ে রজনীকান্ত, সপরিবারে পৌঁছান অমিতাভ বচ্চন, মা ও ভাইকে নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং, আলিয়া ভাট, কারিশমা কাপুর, করণ জোহর, জাহ্নবী কাপুরসহ অসংখ্য বলিউড তারকা অংশ নেন।