সমমনা পরিষদের প্যানেল পরিচিতি

‘যেখানে সমস্যা সেখানে সমাধান’ স্লোগানে চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে সমমনা পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

রোববার (১০ মার্চ) নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন হলে সমমনা পরিষদের থেকে এ কে এম আকতার হোসেন সভাপতি ও আলতাফ হোসেন বাচ্চুকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের প্যানেল (আকতার-বাচ্চু পরিষদ) ঘোষণা করা হয়। মঙ্গলবার (১২ মার্চ) সম্মিলিত ঐক্যজোটের সঙ্গে ভোটযুদ্ধে অবতীর্ণ হবে সমমনা পরিষদ।

- Advertisement -google news follower

‘আকতার-বাচ্চু’ প্যানেল থেকে অন্যান্য প্রর্থীরা হচ্ছেন সৈয়দুল মোস্তফা চৌধুরী (রাজু) ১ম সহসভাপতি, আই এম এম রফিকুল ইসলাম ২য় সহসভাপতি, মিচ্ছু সাহা ৩য় সহসভাপতি, কাজী মাহমুদ ইমাম (বিলু) ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক, গোলাম রাব্বানি (রিগ্যান) ২য় যুগ্ম-সাধারণ সম্পাদক, বদিউজ্জামান খান ননী অর্থ সম্পাদক, মো. উবায়দুল হক (আলমগীর) কাস্টমস্ বিষয়ক সম্পাদক, আশরাফুল হক খান (স্বপন) কাস্টমস্ বিষয়ক ১ম সহ-সম্পাদক, মো. আবুল খায়ের কাস্টমস্ বিষয়ক ২য় সহ সম্পাদক, মো. লিয়াকত আলী হাওলাদার বন্দর বিষয়ক সম্পাদক, আমিনুল হক বন্দর বিষয়ক ১ম সহসম্পাদক, মো. হাছান মুরাদ বন্দর বিষয়ক ২য় সহসম্পাদক, মো. জয়নুল আবেদনী রানা প্রযুক্তি প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক, মো. হাসিউদ্দীন আলম (রুমি) প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক, শিহাব চৌধুরী বিপ্লব সাংস্কৃতিক, শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

নির্বাহী সদস্যরা হলেন মো.ওমর ফারুক, সাধন কান্তি বড়ুয়া, এ এস এম ইসমাইল খান, সিরাজ উদ্দিন আহমেদ, মো. আবদুল হাই মাসুম, আবদুল মতিন, মো. সাঈফ উদ্দিন সিদ্দিকী, মো.জামাল উদ্দিন (বাবলু),অনুপ সেন, মো.আকতার হোসেন (মিলন), মো. আব্দুল মান্নান (সোহেল) ও মো. ফোরকান।

- Advertisement -islamibank

প্যানেল পরিচিতি সভায় কাজী মাহমুদ ইমাম বিলুর সঞ্চালনায় ও  মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।

প্রসঙ্গত, ২০০০ সাল থেকে এ কে এম আকতার হোসেন সভাপতি এবং আলতাফ হোসেন বাচ্চু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জয়নিউজ/ফয়সাল/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM