তালেবানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা ঘানির

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ঈদুল আযহাকে সামনে রেখে উগ্র জঙ্গিগোষ্ঠী তালেবানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন।

- Advertisement -

আফগানিস্তানের স্বাধীনতার ৯৯তম বার্ষিকী উপলক্ষে রোববার (১৯ আগস্ট) কাবুলে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

- Advertisement -google news follower

তিনি জানান, আজ সোমবার (২০ আগস্ট) থেকে শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি শুরু হবে এবং তালেবানরা যতদিন এ যুদ্ধবিরতির প্রতি সম্মান জানাবে ততদিন এটি কার্যকর থাকবে।

প্রকৃত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার যে স্বপ্ন আফগান জনগণ দেখে, তা বাস্তবায়নে ঘোষিত এ যুদ্ধবিরতিকে তালেবান নেতারা স্বাগত জানাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

- Advertisement -islamibank

তবে ঘোষণায় আছে, ‘শর্তযুক্ত’ এ যুদ্ধবিরতি তিন মাস কার্যকর রাখার চেষ্টা করা হবে। শুধুমাত্র তালেবানের প্রতি এ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী এই যুদ্ধবিরতির বাইরে থাকবে।

তালেবান সূত্রগুলো এ ঘোষণা সম্পর্কে বলেছে, তারা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চারদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এ সময় শত শত বন্দিকে তালেবানরা মুক্তি দেবে বলে ঘোষণা করা হয়েছে।

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ঘানির যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM