রামগড়ে দুর্যোগ প্রস্তুতি দিবসে সভা-র‌্যালি

0

খাগড়াছড়ির রামগড়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (১০ মার্চ) র‌্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১১টায় র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। ফায়ার সার্ভিস ও সিভিল
ডিফেন্স সদস্যরা দুর্যোগে আত্মরক্ষার নানা কৌশল বিষয়ক মহড়ায় অংশ নেন।

রামগড় উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. রিয়াদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল কাদের।

বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা ডলার ত্রিপুরা, মৎস্য কর্মকর্তা বিজয় দাশ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, মো. নিজাম উদ্দিন, আফসার হোসেন প্রমুখ।

জয়নিউজ/শ্যামল/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM