বঙ্গবন্ধু মেডিকেলে যেতে খালেদা জিয়ার অনীহা

0

বেগম খালেদা জিয়ায় সোজা হয়ে বসতে পারছেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১০ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ফখরুল বলেন, তিনি অত্যন্ত অসুস্থ। সোজা হয়ে বসতে পারছেন না।

এদিকে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যেতে অনীহা প্রকাশ করেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ও। বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন বিএসএমএমইউতে খালেদা জিয়াকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগার থেকে বিএসএমএমইউতে আনা হচ্ছে।

দুপুর ১২টার পর খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার কথা ছিল। তবে কারা কর্তৃপক্ষ চাইলেও খালেদা জিয়ার সেখানে যাওয়া-না যাওয়ার বিষয়টি এখনও ঝুলে আছে। এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম সাংবাদিকদের বলেন, তাকে বিএসএমএমইউতে নেওয়ার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে তিনি যাবেন কি না তা এখনো নিশ্চিত নয়।

জয়নিউজ/অভিজিত/বিশু/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM