থানচিতে কাঠবোঝাই ট্রাক উল্টে সাবেক পাড়াপ্রধান নিহত

0

বান্দরবানের থানচিতে কাঠবোঝাই ট্রাক উল্টে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৩ শ্রমিকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার থানচি উপজেলার দুর্গম হাওয়ায় ম্রোপাড়া এলাকায় কাঠবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে বোমাং সার্কেলের সাবেক পাড়াপ্রধান (কার্বারি) রেংথং ম্রোর (৪৫) মৃত্যু হয়। এ সময় ৩ শ্রমিক আহত হয়।
খবর পেয়ে পুলিশ-বিজিবি ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের উল হক।

জয়নিউজ/আলাউদ্দিন/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM