চবিতে এক টাকায় শিক্ষা ফাউন্ডেশনের প্রতিনিধি সম্মেলন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষান্নোয়নমূলক সামাজিক সংগঠন এক টাকায় শিক্ষা ফাউন্ডেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছিন্নমূল-বাস্তুহারা শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে সংগঠনটি।

- Advertisement -

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে শনিবার (৯ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে সম্মেলন শুরু হয়। সংগঠনের সভাপতি মোঃ রিজুয়ানের সভাপতিত্বে ও অ্যাম্বাসেডর শারমিন মুস্তারী নাজুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি আইসিটি সেলের পরিচালক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক নিশাত সুলতানা চৌধুরী। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ জন প্রতিনিধি এতে অংশ নেন।

- Advertisement -google news follower

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী বলেন, মানুষের মধ্যে অনুভূতি যত বৃদ্ধি পায়, সে তত মানবিক হয়। আর এরকম কাজ করে যাচ্ছে এক টাকায় শিক্ষা ফাউন্ডেশন। এক টাকায় শিক্ষা এমন একটি প্রচেষ্টা যা অন্যের কষ্টকে ধারণ করার মহৎ উৎসব।

সংগঠন সূত্রে জানা যায়, এক টাকায় শিক্ষা ফাউন্ডেশন ২০১৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই ছিন্নমূল শিশুদের শিক্ষা গ্রহণের অধিকার অর্জনে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।

- Advertisement -islamibank

বর্তমানে এটি চট্টগ্রামকেন্দ্রিক সংগঠন হলেও সারাদেশে এর কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে সংগঠকদের। এর অংশ হিসেবে আগামী ১২ মার্চ ‘এক টাকায় আলোকিত ফেনী’নামে ফেনী এবং পরে জয়পুরহাটে প্রয়াত সংগঠক মাহমুদুল হাসানের স্মৃতিতে ‘মাহমুদুল ফাউন্ডেশন- এক টাকায় শিক্ষা’ নামে যাত্রা শুরু করবে সংগঠনটি।

জয়নিউজ/নবাব/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM