যাত্রীর পায়ুপথে ২৪ লাখ টাকার স্বর্ণ!

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৮০ গ্রাম স্বর্ণসহ মো. জামাল উদ্দিন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। জামাল উদ্দিন পায়ুপথে ওই স্বর্ণ বহন করে নিয়ে আসেন।

- Advertisement -

শনিবার (৯ মার্চ) সকাল ৮টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া বিমানের (জি৯- ৫২৬) একটি ফ্লাইটের ওই যাত্রীর কাছ থেকে ২৪ লাখ টাকা মূল্যের এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর শাখার ডেপুটি কাস্টমস কমিশনার নূর উদ্দিন মিলন জয়নিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া ফ্লাইটের যাত্রী মো. জামাল উদ্দিনের (পাসপোর্ট নং- বিএম ১৯১৬৯১) পায়ুপথের ভিতরে লুকিয়ে রাখা স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, তার আচরণ আমাদের সন্দেহজনক মনে হয়। পরে তার শরীর তল্লাশি করে পায়ুপথে ৬টি স্বর্ণের বার পাওয়া যায়।

- Advertisement -islamibank

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা উল্লেখ করে তিনি জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

জামাল উদ্দিন সাতকানিয়া উপজেলার মধ্যম কাঞ্চনার সিকদার বাড়ির আনু মিয়ার ছেলে।

জয়নিউজ/ফয়সাল/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM