বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুলের ফেসবুক-ইমেইল আইডি হ্যাকড

0

হ্যাকারদের নজর পড়েছে এবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক ও ইমেইল আইডিতে। শুক্রবার (৮ মার্চ) সকালে প্রতিমন্ত্রীর ফেসবুক ও ইমেইল আইডি হ্যাক করা হয়।

শনিবার (৯ মার্চ) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মীর আসলাম বলেন, ‘শুক্রবার (৮ মার্চ) সকাল থেকে মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেইজ হ্যাকড হয়েছে, পেইজে আর প্রবেশ করা যাচ্ছে না। এমনকি ইমেইল আইডিও হ্যাকড হয়েছে। ফেসবুক পেইজ ও ইমেইল আইডি উদ্ধারের চেষ্টা চলছে।’

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শিগগির নসরুল হামিদের ফেসবুক ও ইমেইল আইডি উদ্ধার এবং অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

জয়নিউজ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM