গরু বাজার পরিদর্শন করলেন সিএমপি কমিশনার

গরু বাজারের সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স নিয়োজিত রয়েছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ( সিএমপি) মোঃ মাহাবুবর রহমান।

- Advertisement -

রোববার (১৯ আগস্ট) বিকালে নগরের বিভিন্ন গরু বাজার পরিদর্শন শেষে এসব কথা বলেন।
এসময় সিএমপি কমিশনার কোরবানীর গরু বিক্রি সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন।

- Advertisement -google news follower

তিনি পরামর্শ দেন , অজ্ঞানপার্টি, মলমপার্টি ও ছিনতাইকারীদের বিষয়ে ক্রেতা-বিক্রেতা উভয়কেই সচেতন থাকার এবং যেকোন প্রয়োজনে পুলিশি সহায়তা নেওয়ার জন্য আহ্বান জানান। জাল টাকা সনাক্ত করণের জন্য ব্যাংক কর্তৃক প্রদত্ত বুথে গিয়ে সহায়তা নেওয়ার অনুরোধ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ সহ গরু বাজার কমিটির লোকজন উপস্থিত ছিলেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM