কাদেরের শারীরিক অবস্থার আরো উন্নতি

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে।

তাঁর রক্তচাপ আগের থেকে স্বাভাবিক হয়ে এসেছে। কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা এসব তথ্য জানিয়েছেন।

কোনো ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়া হাসপাতালটিতে চিকিৎসাধীন কাদেরের হৃদযন্ত্র কাজ করছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে শনিবার (৯ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ১১টায় মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ চিকিৎসার সর্বশেষ অগ্রগতি ব্রিফ করবেন বলে জানা গেছে।

এর আগে গত ৪ মার্চ ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

জয়নিউজ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM