ইতিহাসে বাংলাদেশ যুব ফুটবল দল

এশিয়ান গেমসে শক্তিশালী কাতারের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। খেলার অতিরিক্ত সময়ে দেয়া জামাল ভূইয়ার একমাত্র গোল বাংলাদেশ ফুটবল দলকে নিয়ে গেল এক অনন্য উচ্চতায়।

- Advertisement -

রোববার (১৯ আগস্ট) সন্ধ্যায় ইন্দোনেশিয়ার প্যাট্রিয়ট চন্দ্রভাগা স্টেডিয়ামে এই জয়ে বাংলাদেশ উঠে গেল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে। এর আগে এশিয়ান গেমস ফুটবলে কখনও দ্বিতীয় রাউন্ডে ওঠা হয়নি বাংলাদেশের ।

- Advertisement -google news follower

৩ ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের  রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠল বাংলাদেশ।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হারা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে শক্তিশালী থাইল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করেছিল।

- Advertisement -islamibank

ফিফা র‌্যাংকিংয়ে যে কাতারের অবস্থান ৯৮তম, সেখানে ১৯৪তম বাংলাদেশের কাছে পরাজয় কাতারের জন্য অঘটনই বটে। তাই অবধারিতভাবেই বলা যায়, দীর্ঘদিন আলোর মুখ না দেখা বাংলাদেশ পুরুষ ফুটবল দলের জন্য এই জয় নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM