লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

0

লোহাগাড়ার পদুয়া ধলিবিলা হানিফা চর এলাকায় সালেহা বেগম (২০) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

তিনি ওই এলাকার প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী এবং চরম্বা কালোয়ার পাড়ার আবু তৈয়বের মেয়ে।

বৃহস্পতিবার (৭ মার্চ) ভোরে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সালেহা বেগমের শাশুড়ি ফাতেমা বেগম জয়নিউজকে জানান, রাতে দু’জন একসঙ্গে বাড়িতে ঘুমিয়েছিলেন। ভোরে ঘরের ছাদের বিমের সঙ্গে সালেহার ওড়নায় ঝুলন্ত দেহ দেখতে পান। পরে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তবে নিহতের পিতা আবু তৈয়ব তার মেয়েকে শ্বশুরবাড়িতে নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক অজয় দেব শীল জয়নিউজকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে লোহাগাড়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জয়নিউজ/পুষ্পেন/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM