চন্দ্রগঞ্জ থানার নতুন ভবন উদ্বোধন

0

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে নবনির্মিত ভবন উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী পিপিএম (বার)।

উদ্বোধনকালে আইজিপি বলেন, থানায় কেউ বেড়াতে আসে না, বিপদে পড়ে আসে। থানা হবে সেবার কেন্দ্রবিন্দু। কিন্তু সেবা নিতে গিয়ে কোনো নিরীহ লোকজন হয়রানির শিকার হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আসন্ন উপজেলা নির্বাচনে পুলিশ পেশাগত দায়িত্ব পালন করবে এবং নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের ডিআইজি (চট্টগ্রাম) খন্দকার গোলাম ফারুক বিপিএম পিপিএম, অতিরিক্ত ডিআইজি রোকন উদ্দিন মাহমুদ, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু।

জয়নিউজ/আতোয়ার/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM