প্রতিনিয়ত দূষিত হচ্ছে কর্ণফুলী। নদীতীরে খোলা পায়খানা আর বর্জ্যের ভাগাড়। এই বর্জ্য নদীর পানিতে মিশছে। আবার তার পাশেই চলছে নিত্যদিনের কাজকর্ম- গোসল, কাপড় ধোয়া কিংবা ব্যবহারের পানি উত্তোলন। অথচ এই দূষিত পানি মানুষের শরীরে সৃষ্টি করতে পারে মারাত্মক সব ব্যাধির। হতে পারে কঠিন চর্মরোগ কিংবা পেটের পীড়া। তারপরও থেমে থাকছে না জীবন। চাক্তাই এলাকা থেকে বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে ছবিগুলো তুলেছেন আমাদের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।