লোহাগাড়ায় বিএনপি নেতা বহিষ্কার

0

লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছলিম উদ্দিন চৌধুরী খোকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

কেন্দ্রীয় সিদ্ধান্ত না মেনে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হলো।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাবউদ্দিন চৌধুরী জানান, দলীয় সিদ্ধান্ত না মেনে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার কারণে ছলিম উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ছলিম উদ্দিন চৌধুরী খোকন বহিষ্কারের কথা স্বীকার করে জয়নিউজকে জানান, আমি বিগত দুই উপজেলা নির্বাচনে অংশ নিই। আমার দলের কিছু নেতা-কর্মী আমাকে উৎসাহ দিয়েছেন নির্বাচনে অংশ নেওয়ার জন্য।

তবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক নাজমুল মোস্তফা আমিন বলেন, ‘বহিষ্কারের কথা শুনেছি, তবে এ সংক্রান্ত কোনো চিঠি আমার কাছে নেই।’

জয়নিউজ/পুষ্পেন/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM