‘বাহুবলী’ ব্যাপক জনপ্রিয়তা দিয়েছে নায়ক প্রভাসকে। আপাতত পরের ছবি ‘সাহো’ নিয়ে ব্যস্ত তিনি। সেই ছবির শুটিং করতে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন প্রভাস। আর সেখানেই অদ্ভুত এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি।
বিমানবন্দরে এক ভক্ত প্রভাসের সঙ্গে ছবি তোলেন। ছবি তোলার সময় ভক্তকে আনন্দে লাফাতে দেখা যায়। তারপর হঠাৎই প্রভাসের গালে চড় মারেন তিনি! তাৎক্ষণিক ঘটনায় হতবাক হয়ে যান প্রভাস। তবে সামলে নিয়ে তখনই আরও এক ভক্তের সঙ্গে ছবি তুলতে দেখা যায় তাঁকে। ইতোমধ্যে ঘটনার ভিডিওটি ফেসুবক, ইনস্ট্রাগ্রামসহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জয়নিউজ/শহীদ