উইম্যান চেম্বারের প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ

0

চট্টগ্রাম উইম্যান চেম্বারের উদ্যোগে ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় সাতকানিয়ায় ৫ দিনব্যাপী লেদার ক্র্যাফটস্ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টায় সাতকানিয়া পৌরসভা মিলনায়তনে এই কর্মশলার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম উইম্যান চেম্বারের পরিচালক কাজী তুহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইম্যান চেম্বারের পরিচালক রোজিনা আক্তার লিপি, মোস্তারী মোরশেদ স্মৃতি, সাতকানিয়া পৌরসভার কাউন্সিলর মো. নূরুল হক, মো. সাইফুল আলম, নেসার উদ্দিন আহমদ চৌধুরী, মহিলা কাউন্সিলর মাসুমা বেগম ও শিকু আরা বেগম।

সাতকানিয়া উপজেলার ৩০ জন উদ্যোক্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

জয়নিউজ/ফয়সাল/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM