দুই স্বর্ণ চোরাচালানকারীর ৫ দিনের রিমান্ড

0

মিরসরাইয়ে ৬০০ স্বর্ণের বারসহ পুলিশের হাতে গ্রেপ্তার দুই স্বর্ণ চোরাচালানকারীকে পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (৪ মার্চ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ কায়সারের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়া জয়নিউজকে বলেন, জোরারগঞ্জ থানা পুলিশ দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত প্রত্যেকের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, রোববার (৩ মার্চ) জোরারগঞ্জের উত্তর সোনাপাহাড় এলাকা থেকে ৬০০ পিস স্বর্ণের বারসহ করিম খান কালু ও রাকিব নামে দুইজনকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

জয়নিউজ/রুবেল/বিশু

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM