কথা বলতে পারছেন না কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। তিনি চোখ খুলতে পারছেন। তবে কথা বলতে পারছেন না বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। সোমবার (৪ মার্চ) তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে বলে জানা যায়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া এ বিষয়ে বলেন, ওবায়দুল কাদেরের অবস্থা এখন আগের চেয়ে ভালো। তিনি চোখ খুলতে পারছেন। তবে কথা বলতে পারছেন না। তাঁকে সুস্থ করে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, পথে কোনো জটিলতা দেখা দিলে তা সামাল দেওয়ার ব্যবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে থাকলে তাকে বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হবে।

জয়নিউজ/অভিজিত/শহীদ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM