জাহিদ-তিশার পলিসি কাশেম

0

অনেক সেরা নাটকের জুটি জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা। এবার ঈদুল আযহায় একটি সাত পর্বের ধারাবাহিক নাটকে আবার দেখা যাবে তাদের। নাটকটির নাম ‘পলিসি কাশেম’। নাটকটি লিখেছেন পলাশ মাহবুব ও পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

নাটকটিতে আরো অভিনয় করেছেন আমীরুল হক চৌধুরী, কচি খন্দকার, মীরাক্কেলখ্যাত জামিল, সুজাত শিমুল প্রমুখ।

নাট্যকার পলাশ মাহবুব বলেন, আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি। বিনোদন ঘরানার হলেও ‘পলিসি কাশেম’ বক্তব্যধর্মী নাটক। আমার অন্যান্য নাটকগুলোর মতো এই নাটকেও হাস্যরসের মধ্য দিয়ে দর্শকদের একটি মেসেজ দেওয়া হয়েছে। আশা করছি, দর্শকরা বেশ উপভোগ করবেন।

পরিচালক আবু হায়াত মাহমুদও নাটকটি নিয়ে আশাবাদী। তিনি বলেন, ভালো স্ক্রিপ্ট, শিল্পীদের দারুণ অভিনয়, চ্যানেল কর্তৃপক্ষের আন্তরিকতা- সবমিলিয়ে আশাবাদী হওয়ার মতো একটি কাজ হয়েছে। বাকিটা দর্শকের হাতে।

‘পলিসি কাশেম’ প্রচারিত হবে বাংলাভিশনে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত রাত ৮টা ৪০ মিনিটে।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM