মিরসরাইয়ে ৬০০ সোনার বারসহ গ্রেপ্তার ২

0

মিরসরাইয়ে একটি প্রাইভেট কার থেকে ৬০০ সোনার বারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ মার্চ) দুপুরে জোরারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার আজমপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে রাকিব (৩৪) ও একই জেলার মোবারকপাড়া এলাকার আলী হোসেনের ছেলে করিম খান কালু (৩৪)।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা জয়নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে ৬০০ সোনার বারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে সোনাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিলেন তারা।

তিনি বলেন, গাড়ির তেলের টাংকির পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রেখে সোনাগুলো ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল।

উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ২৬ কোটি ৪০ লাখ টাকা বলেও জানান তিনি।

জয়নিউজ/শহীদ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM