বিতর্কের কারণে ভোটে অনাস্থা: সুজন

0

সু-শাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মুজমদার বলেছেন, বিতর্কিত নির্বাচনের কারণে মানুষের ভোটে আগ্রহ কমেছে।

মানুষের মাঝে চরম অনাগ্রহ ও অনাস্থার সৃষ্টি হয়েছে। নির্বাচনি ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। গণতন্ত্রিক ব্যবস্থা অত্যন্ত ঝুঁকির মধ্যে।
তিনি বলেন, নির্বাচন কমিশন, দুদকের মতো রাষ্ট্রীয় সংস্থাগুলো দলীয়করণ ও পক্ষপাতদুষ্টের কারণে কার্যকারিতা হারিয়েছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে সুজনের আঞ্চলিক পরিকল্পনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এতে সুজনের ময়মনসিংহ বিভাগের চার জেলার জেলা ও উপজেলা কমিটির সদস্যরা অংশ নেন।

জয়নিউজ/অভিজিত/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM