চন্দ্রনাথধামে শিব চতুর্দশী মেলা রোববার শুরু

0

প্রায় তিনশ’ বছরের পুরানো সীতাকুণ্ড  চন্দ্রনাথধামে শিব চতুর্দশী মেলা রোববার (৩ মার্চ) শুরু হয়ে চলবে বুধবার (৬ মার্চ) পর্যন্ত।

এই তিথিকে ঘিরে সীতাকুণ্ড স্রাইন কমিটি চার দিনের কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন  কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ।

শুক্রবার  (১মার্চ) দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবে  এক সংবাদ সম্মেলনে চার দিনব্যাপী এ কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অ্যাডভোকেট সাধনময় ভট্টাচার্য, সিনিয়র সহসভাপতি  অ্যাডভোকেট সুখময় ভট্টাচার্য, বিশ্ব বৈদিক সম্মেলন উদযাপন পরিষদের চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্য ও সদস্য সচিব রত্নেন্দু ভট্টাচার্য।

উল্লেখ, বিশ্ব বৈদিক সম্মেলন উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

জয়নিউজ/সেকান্দর/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM