বোয়ালখালীতে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপমন্ত্রীর নির্দেশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউনুছের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

- Advertisement -

২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপমন্ত্রী উপজেলার রমনী মোহন উচ্চ বিদ্যালয়ে সভা চলাকালীন সময়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালককে মুঠোফোনে এ নির্দেশ দেন।

- Advertisement -google news follower

এ প্রসঙ্গে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তদন্ত করে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালককে বলা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৭ এপ্রিল বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগ দেন ইউনুছ। এর আগে তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কর্মরত ছিলেন।

- Advertisement -islamibank

২০১৫ সালের ৮ মে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইউনুছের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এ ব্যাপারে ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের অধিশাখা ১০-এর সচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত এক আদেশে ইউনুছকে সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ এর ৩(বি) বিধি মোতাবেক ‘অসদাচরণ’-এর অভিযোগে অভিযুক্ত করা হয়।

২০১৭ সালে ২৩ জুলাই বোয়ালখালীতে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতেও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইউনুছের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনেন গোমদণ্ডি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিম।

জয়নিউজ/শাহীনূর কিবরিয়া মাসুদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM