ঢাকায় ভোটের সময় সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্প্রসারিত ওয়ার্ডে ভোটের দায়িত্ব পালনের সময় একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। তাঁর নাম মোবারক হোসেন।

বৃহস্পতিবার দক্ষিণ সিটির ৭৪ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে দায়িত্ব পালনরত অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।

তিনি জানান, মোবারক হোসেন আগে থেকেই অসুস্থ ছিলেন। বিভিন্ন ধরনের ওধুষ খেতেন। বৃহস্পতিবার নির্বাচনের দায়িত্ব পালনকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে মোবারক হোসেনের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানেন না বলে মন্তব্য করেন রকিব উদ্দিন মণ্ডল।

বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সম্প্রসারিত অংশের ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদে নির্বাচনসহ কয়েকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচন এবং উপ-নির্বাচনের ভোট শুরু হয়।

জয়নিউজ/অভিজিত
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM