গভীর রাতে সিআরবিতে চলছে খেলা!

0

রাতের নগরের বিভিন্ন প্রান্তের খবর দিতে চষে বেড়াচ্ছেন জয়নিউজের দুই প্রতিবেদক রুবেল দাশকাউছার খান। সঙ্গে আছেন জয়টিভির তৌহিদুল ইসলাম। বার্তা কক্ষে মুহাম্মদ জুলফিকার হোসেন আছেন সম্পাদনার টেবিলে।

শিরোনামে চমকে গেলেন? আসলেই কিন্তু খেলা চলছে। রীতিমতো ব্যাটে-বলে দারুণ লড়াই। তাও রাত দেড়টায়!

কোথায়?

নগরের সিআরবিতে। এলইডি বাতির স্বচ্ছ আলোয় জমিয়ে ক্রিকেট খেলছেন তারা।

তারা কারা?

পড়ছেন নগরের বিভিন্ন কলেজে। দিনে সময় পান না, অনেক ক্ষেত্রে মাঠে খেলার জায়গা পান না। তাই রাত ১২টা থেকে ২টা পর্যন্ত তারা নগরের রেল ভবন সংলগ্ন সিআরবি মাঠে নেমে পড়েন ব্যাট-বল হাতে!

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় সিআরবি মাঠে গিয়ে দেখা মিলল এই ব্যতিক্রমী দৃশ্যের।

আরেকটু এগিয়ে পুরাতন রেল স্টেশনের সামনে ক্রিকেট খেলতে দেখা গেল আরও ১০-১২ জন কিশোরকে।

জিজ্ঞেস করে জানা গেল, সারা দিন কাজের ফাঁকে সময় বের করা সম্ভব হয় না। তাই এই গভীর রাতেই তারা ক্রিকেট খেলেন। ব্যাট-বলের লড়াইয়ে খোঁজার চেষ্টা করেন একটু বিনোদন।

পুরাতন রেলস্টেশনের সামনের এই ‘নৈশ’ ক্রিকেটাররা পেশায় শ্রমজীবী।

আধুনিক সরঞ্জামের দেখা মেলেনি। তবে ব্যাট-বল যা জোগাড় করতে পেরেছেন, তাই দিয়ে খেলছেন দারুণ আনন্দে।

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM