ভারতের ১০ বিমানবন্দর বন্ধ ঘোষণা

0

পাল্টাপাল্টি আক্রমণের জেরে সীমান্তবর্তী ১০ বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ভারত।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জম্মু-কাশ্মীরে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয় এবং পাকিস্তান বিমানবাহিনীর একের পর আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বন্ধ ঘোষণা করা বিমানবন্দরগুলো হলো- লেহ, জম্মু, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, ধর্মশালা, চণ্ডিগড়, দেরাদুনসহ সীমান্তবর্তী ১০ বিমানবন্দর।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সব আধাসামরিক বাহিনী এবং নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জরুরী বৈঠকে বসেছেন। বৈঠকে সীমান্তে সর্বশক্তি মোতায়েন এবং সম্পূর্ণ প্রস্তুতির জন্য সব বাহিনীর মহাপরিচালকদের নির্দেশনা দেয়া হবে।

এ ছাড়া ভারতীয় বিমানবাহিনী সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সব যুদ্ধ ঘাঁটিতেও সতর্কতা দেয়া হয়েছে। যাতে ২ মিনিটের মধ্যেই পাইলট বিমান নিয়ে উড্ডয়ন করতে পারে।

জয়নিউজ/পলাশ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM