সিআইইউতে বিপণন বিষয়ক কর্মশালা

0

সময়ের সঙ্গে বদলে গেছে ক্রেতাদের রুচিও। ১০ বছর আগে যে পণ্যটির চাকচিক্য দেখে হাতে টেনে নেওয়া হতো, সেই পণ্যটি-ই এখন ব্যাগে ভর্তি করার আগে হাজার রকমের প্রশ্নে জর্জরিত। মানে ক্রেতারা এখন পণ্য ক্রয়ের বিষয়ে অনেক সচেতন।

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হলো বিপণন, বিজ্ঞাপন ও বিক্রয় ব্যবস্থাপনা বিষয়ক ‘ডু নট সেল, ইন্সপায়ার’ শীর্ষক জমজমাট দিনব্যাপী কর্মশালা।

সম্প্রতি নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে মার্কেটিং বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে বিপণনের নানা কৌশল ও ধাপ নিয়ে আলোচনা করেন রেডিও ফুর্তি চট্টগ্রামের স্টেশন চিফ মুনতাসির হোসাইন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআইইউর মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ, বিজনেস স্কুলের প্রভাষক সায়ীদ হাসান, নাজমা কবির, তামান্না জামান ও রেডিও ফুর্তি চট্টগ্রামের নির্বাহী কর্মকর্তা (সেলস) এহসান উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি

জয়নিউজ/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM