বাঁশখালীতে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু

0

বাঁশখালীর পাইরাং গ্রামে বজ্রপাতে দলিলুর রহমান (৭৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি এলাকার মৃত অলি মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী নুর আয়েশা বেগম জয়নিউজকে বলেন, বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পাইরাং হরিতকি তলার পাশে নিজের কৃষিজমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে লুটিয়ে পড়েন দলিলুর। পরে পথচারীরা তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে ঘরে নিয়ে আসে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জয়নিউজকে বলেন, বজ্রপাতে নিহত দলিলুর রহমানের বাড়ি গিয়েছি। তাঁর পরিবারকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়েছে।

জয়নিউজ/উজ্জ্বল/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM